Facebook

3/facebook /post-per-tag

Sunday, October 25, 2020

অনুপ্রেরণাময় জীবন

 

সপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।
– এ পি জে আবদুল কালাম

সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা। সুখ হল আপনি যা চান তা পাওয়া। 
– ডেল কার্নেগি
   

নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে। 
– সেথ গডিন

সাফল্যের জন্য প্রতিবন্ধকতা জরুরি কারণ অন্যান্য সব গুরুত্বপূর্ণ পেশার মত বিপণনেও সাফল্য আসে অনেক সংগ্রাম আর পরাজয় পেরিয়ে আসার পর। 
– অগ ম্যান্ডিনো
    

যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মত।
– বুক অফ প্রোভার্বস
    

একজন গড়পড়তার মানুষ কথা বলে। একজন ভাল মানুষ ব্যাখ্যা করে। একজন উর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়। একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মত করে দেখতে পারে। 
– হার্ভি ম্যাকে
 
   
আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মত লালন করুন কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। 
– নেপোলিয়ন হিল
    

আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয়,কিন্তু যদি গরীব থেকেই মারা যান তাহলে সেটা আপনার দোষ।
– বিল গেটস

সাফল্যের মূল চাবিকাঠি হল আমরা যা ভয় পাই সেগুলো অপেক্ষা আমরা যা আশা করি সেগুলোর উপর আমাদের সচেতন মনকে প্রতিষ্ঠিত করা। 
– ব্রায়ান ট্র্যাসি
 
   
ঝামেলার ঝুঁকি থাকা সত্ত্বেও স্বাধীনতা, অগ্রাধিকার, বিকল্প এগুলোকে প্রতিনিয়তই কাজে লাগাতে হবে। 
– জ্যাক ভ্যান্স
 
   
নিজের শরীরের যত্ন নিন। কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। 
– জিম রন
    

আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। 
– জিগ জিগলার
 
   
যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারব। 
– টম হপকিন্স

আপনি যে নতুন একটি কাজ হাতে নিয়েছেন তার উপর ভিত্তি করেই সত্যিকারের সিদ্ধান্তের মাপকাঠি ধরা হয়।  যদি হাতে কোন কাজ না থাকে, তাহলে আপনি এখনও আপনার সত্যিকারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। 
– টনি রবিনস

আমি ভাবি আর ভাবি মাসের পর মাস এবং বছরের পর বছর। নিরানববই বারই আমার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। ঠিক একশ বারে পৌঁছে, আমি একটা সঠিক সমাধান বা সিদ্ধান্তে উপনীত হই।
– অ্যালবার্ট আইনস্টাইন 

তাদের কাছ থেকে দূরে থাক, যারা তোমার লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে। সংকীর্ণ চিত্তের অধিকারী ব্যক্তিরা সর্বদা তাই করে থাকে। কিন্তু, সত্যিকার মহৎ তারাই, যারা তোমাকেও মহৎ পথের দিক-নির্দেশনা প্রদান করে সেই বিশ্বাসের বীজ তোমার মধ্যে বপন করে। 
– মার্ক টোয়েইন

পরিবর্তন ঘটাও এবং পরিচালনা করো; পরিবর্তনকে মেনে নাও এবং সংগ্রাম করে বেঁচে থাকো। পরিবর্তনকে প্রতিহত করো এবং মৃত্যুকে আলিঙ্গন করো। 
– রেই নর্ডা

মহৎ ব্যক্তিরা সর্বদাই সংকীর্ণ-ব্যক্তিত্বের অধিকারী মানুষদের নিকট থেকে ভয়ানক বাধার সম্মুখীন হয়। 
– অ্যালবার্ট আইনস্টাইন

যদি সুযোগ দরজায় না আসে, তবে নিজেই সুযোগ সৃষ্টি করো। 
– মিল্টন বার্লে

কার্যবিহীন দর্শন তথা দূরদৃষ্টি দিবাস্বপ্ন বৈ কিছুই নয়। আর, দূরদৃষ্টিহীন কার্য কেবলই দুঃস্বপ্ন।
– জাপানী প্রবাদ

যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।
– জন সার্কল

আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। 
– মাইকেল জর্ডান

জ্ঞানার্জন করাটাই সবকিছু নয়, আমাদেরকে তার অবশ্যই কার্যে পরিণত করতে হবে। কেবল কিছু করতে চাওয়ার বাসনাই বড় কথা নয়, আমাদেরকে অবশ্যই কর্ম সম্পাদন করতে হবে। 
– গোর্থ

আমরা ঠিক তাই, যা আমরা বারবার করি। অর্থাৎ উৎকর্ষতা কোন দৈব-ঘটনা নয়; বরং তা একটি অভ্যাসমাত্র। 
– অ্যারিস্টটল

মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে, সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। 
– মারিও কুওমো

সাফল্য কার্যের সাথে সম্পর্কযুক্ত। সফল মানুষ সামনের দিকে অগ্রসর হতে থাকে। তারাও ভুল করে, কিন্তু কখনোও হাল ছাড়ে না। 
– কনর্যাজড হিল্টন

সাফল্য হচ্ছে উৎসাহ উদ্দীপনা ও ইচ্ছা শক্তিকে বিসর্জন না দিয়ে ব্যর্থতার পর ব্যর্থতার এক-একটি সোপান পার হওয়ার সামর্থ্য। 
– স্যার উইনস্টন চার্চিল

যখন সমগ্র পৃথিবী তোমার বিপক্ষে চলে যায়, তখন তুমিও ঘুরে দাঁড়াও এবং পৃথিবীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করো। 
– মার্ক টোয়েইন

যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে যে তুমি কে। আর যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে। 
– বিল গেটস

তোমার যদি বড় হবার আকাঙ্ক্ষা না থাকে, তুমি যদি শুধু কেরানি হতে চাও, তাহলে কেরানিই হবে। আর কিছু হবে না। কিন্তু তুমি যদি চাঁদকে স্পর্শ করতে চাও তবে চাঁদকে স্পর্শ করতে না পারলেও কাছাকাছি যেতে পারবে। 
– রবীন্দ্রনাথ ঠাকুর

এক পরীক্ষায় আমি কিছু সাবজেক্টে ফেইল করেছিলাম কিন্তু আমার বন্ধু সবগুলোতে পাস করেছিল। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি এর মালিক। 
– বিল গেটস

জীবনে চলার পথ হচ্ছে ২টি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা,অথবা রুখে দাড়াও সেটাকে পরিবর্তন করার। 
– হুমায়ূন আহমেদ

কল্পনা বিদ্যার চেয়েও শক্তিশালী কেননা বিদ্যার সীমা আছে কিন্তু কল্পনার সীমা নেই।
– আলবার্ট আইনস্টাইন 

সাফল্যের চাবিকাঠি হলো আত্ববিশ্বাস আর আত্ববিশ্বাসের চাবিকাঠি হলো প্রস্তুতি। 
– জের গার্ডন

পৃথিবীতে কেউ শ্রেষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে না। এটা একটা প্রক্রিয়া,যার মধ্য দিয়ে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা একটা জাতি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। সফলদের একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নের পেছনেই তারা ছোটে। আগে থেকেই তারা প্রস্তুত থাকে যেকোনো ঝুঁকি মোকাবিলা করার জন্য। ব্যর্থ হলে তারা ভেঙে পড়ে না। বরং নতুন উদ্যমে কাজ করে যায়। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সংগ্রাম চালিয়ে যায়। তারা কারও সঙ্গে প্রতিযোগিতা করে না। কিন্তু তারা নিজেদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করে। গতকাল যতটা কাজকরেছে আজ তার চেয়ে বেশি কাজ করে। আর প্রতিজ্ঞা করে, আজ যা কাজ করেছে তার চেয়ে বেশি কাজ করবে আগামীকাল। তুমিও তা-ই করো। এভাবেই শ্রেষ্ঠত্ব আসে। এভাবেই স্বপ্ন হয় সত্যি। 
– এ পি জে আবদুল কালাম

আপনি যদি কোন ভালো কাজ করেন তাহলে লোকে আপনার সমালোচনা করবে। আম গাছে আম ধরে বলেই লোকে ঢিল মারে। ফজলি আম গাছে আরও বেশি করে মারে; শেওড়া গাছে কেউ ঢিল মারে না। 
– শেরে বাংলা এ কে ফজলুল হক

আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। 
– মার্ক জুকারবার্গ

বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। 
– আব্রাহাম লিংকন

জীবনটা আসলে কোনো কিছু পাওয়ার এবং থাকার জন্যে নয় বরং এটা হল বিলিয়ে দেয়ার জন্যে। 
– কেভিন ক্রুস

একটি মানুষ যেটা কল্পনা এবং বিশ্বাস করতে পারে সেতা অর্জনও করতে পারে। 
– নেপোলিয়ন হিল

সাফল্যের জন্যে নয় বরং সম্মানের জন্যে চেষ্টা কর। 
– আলবার্ট আইনেস্টাইন 

একটি রাস্তা বনের মধ্যে দুই ভাগ হয়ে গেছে এবং আমি জেটিতে কম যাওয়া হয়েছে সেটিই বেছে নিলাম এবং এটিই আসলে সব কিছু পরিবর্তন করে দিলো। 
– রবার্ট ফোর্স্ট 

আমার সফলতার ক্ষেত্রে ধর্ম হচ্ছে আমি কখনই কোনো অজুহাত দেই না এবং নেই না। 
– ফ্লরেন্স নাইটেঙ্গেল

আপনি যেই সুযোগটি গ্রহন করেননি তার শতভাগ আপনি হারালেন। 
– ওয়েন গ্রেটজকি 

প্রত্যেকটি শট আমাকে পরের হোম রানের কাছে নিয়ে যায়। 
– বেব রুথ

আপনার উদ্দেশ্যটাকে বুঝতে পারাটাই হল কোনো কিছু অর্জনের সূচনা।
– ক্লেমেট স্টোন 

অতীত হল ভুতের মত, ভবিষ্যৎ হল স্বপ্ন। তাই আমাদের যেটা আছে তা হল বর্তমান। 
– বিল কসবি 

মনই সব। আপনি যা ভাববেন তাই হবেন। 
– গৌতম বুদ্ধ 

আমরা যা ভাবি তাই হই। 
– ইয়ারল নাইটেঙ্গং 

জীবন হল আমার সাথে ঘোটা ১০% ঘটনা আর ৯০% কীভাবে আমি এই সব ঘটনায় আচরন করি। 
– চার্লস সুইনডোল 

মানুষের ক্ষমতা হারানোর প্রধান কারন তারা ভাবে তাদের কোনো খমতাই নেই। 
– এলিস অয়াকার 

একটি গাছ রোপণ করার সবচেয়ে ভালো সময় ছিল ২০ বছর আগে এবং তার পরের ভালো সময়টি হচ্ছে এখন। 
– চীনা প্রবাদ 

একটি অপরীক্ষিত জিবনের বাঁচার অধিকার নেই। 
– সক্রেটিস 

আপনার সময় সীমিত, তাই আরেকজনের জন্যে তা নষ্ট করবেন না। 
– স্টিভ জবস 

জেতাটাই সব কিছু নয়, তবে জেতার ইচ্ছেটা অনেক কিছু। 
– ভিন্স লম্বারডি 

আমি আমার অবস্থানের হাতের একটি পণ্য না বরং আমি আমার সিদ্ধান্তের একটি ফসল। 
– স্টিফেন কভে 

আপনি যতক্ষণ না ডাঙ্গার মায়া ছারবেন ততক্ষন আপনি সমুদ্র পারি দিতে পারবেন না। 
– কলম্বাস 

আমি শিখেছি মানুষ ভুলে যাবে আপনি কি বললেন, আপনি কি করলেন কিন্তু আপনি তাদেরকে যেই অনুভুতি দিলেন তা তারা ভুল্বেনা। 
– মায়া আঙ্গেলো 

দিনকে চালান নাইলে দিনটাই আপনাকে চালাবে। 
– জিম রোন 

আপনি পারবেন কি পারবেন না যাই ভাবেন না কেনো আপনি সেটাই। 
– হেনরি ফর্ড 

আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিন হল যেদিন আপনি জন্মেছেন এবং যেদিন জানবেন কেন জন্মেছেন। 
– মার্ক টয়াইন 

সবচেয়ে বড় প্রতিশোধ হল বড় সাফল্য। 
– ফ্রাঙ্ক সিনাত্রা 

প্রত্যেকটি শিশুই একজন শিল্পী। তবে সমস্যা হল কীভাবে বড় হবার পরেও তাকে এই শিল্পী হিসাবেই রাখা যায়। 
– পাবলো পিকাসো  

জীবন বিকশিত হবে নাকি সঙ্কুচিত হবে তা নির্ভর করে একজনের ইচ্ছার উপর। 
– আনাইস নিন 

ৱযদি কোনো একটি কণ্ঠ তমাকে বলে তুমি আক্তে পারবে না তাহলে জেভাবে পার আকো এবং দেখবে সেই কণ্ঠটি চুপ হয়ে গেছে। 
– ভিন্সেন্ট ভেন 

সমালোচনার হাত থেকে বাঁচার উপায় একটাই। কিছুই কর না, কিছুই বল না এবং কিছুই হয়ও না। 
– এরিস্টটল 

তুমি সেই মানুষটির মতই হতে চাও যেই মানুষটি তুমি নিজে হতে চেয়েছো। 
– রালফ অয়াল্ডো 

তোমার সপ্নের দিকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও এবং তুমি যেই জীবনটার স্বপ্ন দেখ ঠিক সেটাই কাটাও। 
– হেনরি ডেভিড 

৭০ অনেক কিছুই তোমার চোখকে আকর্ষণ করবে কিন্তু শুধু সেই জিনিসগুলোর পিছনে যাও যেটা তোমার হৃদয়কে আকর্ষণ করেছে। 
– ভারতীয় প্রবাদ 

বিশ্বাস কর যে তুমি পারবে তাহলেই তুমি অর্ধেকটা পেরে গেছ। 
– রেসেভেল্ট 

তুমি সবসময় যে জিনিসগুলো চেয়েছো তা আছে তোমার ভয়ের অপর পাশে। 
– জর্জ এডেইর 

যেখানে আছো সেখান থেকেই শুরু কর, জা আছে তাই দিয়ে চেষ্টা কর, জা পারো তাই কর। 
– আরথার এসে 

দুর্বলেরা ভাগ্য বিশ্বাস করে সবলেরা ভাগ্য ছিনিয়ে আনে।
– অগাস্টিন

সবকিছুরই সৌন্দর্য রয়েছে কিন্তু সবাই তা দেখতে পায় না।
– কনফিকাস 

চাঁদকে উদ্দেশ্য করে তীর ছুঁড়ো, যদি তীর চাঁদের গায়ে নাও লাগে তবে নিশ্চিত তা “তারা”-গুলোর বুক তো ভেদ করবেই। বড় কিছু হবার চেষ্টা করো, একটা না একটা কিছু হতে পারবেই। 
– মার্ক ভিক্টর

রাতে শুয়ে দিনের কাজ গুলো এক বার মনে মনে ভাবো। 
– ইমাম গাজ্জালি (রাঃ)

যদি উড়তে না পার তবে দৌড়াও। যদি দৌড়াতে না পার তবে হাঁট। যদি হাঁটতে না পার তবে হামাগুড়ি দাও।যাই কর না কেন মনে রেখ সামনে এগিয়ে যেতে হবেই।
– মারটিন লুথার কিং

তোমার হাতে সময় সীমিত। তাই ভিন্ন মানুষের জীবন যাপন করে সেটাকে নষ্ট করো না। ভ্রান্ত কোনও বিশ্বাসের বেড়াজালে নিজেকে আটকে ফেলো না; অন্য মানুষের চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে নিজের জীবনটা যাপন করো না। অন্য মানুষের মতামতের দ্বারা প্রভাবিত হয়ে তোমার নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেল না। 
– স্টিভ জবস

যদি তুমি একটি সুখী জীবন চাও, তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেধে ফেল, কোন মানুষ অথবা বস্তুর সাথে নয়। 
– আলবার্ট আইনেস্টাইন 

জীবনের পথে চলতে গিয়ে অনেকের কারনে আমরা অনেকসময় কষ্ট পাই। কিন্তু আপনি যতক্ষন পর্যন্ত না কাউকে তার কৃ্তকর্মের জন্য ক্ষমা করে দিচ্ছেন ঠিক ততক্ষন পর্যন্ত সেই ঘটনা আপনার মনে ‘ভাড়াবিহীন একটি ঘরের মত’ জায়গা দখল করে থাকবে এবং আপনাকে কষ্ট দিতেই থাকবে। 
– ইসাবেল হল্যান্ড

আপনি কখনোই আপনার মনের মাঝে জাগ্রত হওয়া সত্যিকারের বিশ্বাস হারাবেন না। আমাদের সবচে বড় সমস্যা হচ্ছে আমরা অল্পতেই বিশ্বাস হারাই, অন্তত নিজের উপড় বিশ্বাস। যার ফলে আমরা অন্যদের দ্বারা প্রায় সমই ধোঁকা খেয়ে থাকি। 
– স্টিভ জবস

যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। 
– অ্যালবার্ট আইনস্টাইন

সময় তাদের জন্য অনেক্ষন অপেক্ষা করে, যারা তার সদ্ব্যবহার করতে জানে।
– লিওনার্দো দ্যা ভিঞ্চি

এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। 
– অ্যালবার্ট আইনস্টাইন

কারো অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ। 
– এডিসন

বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে। 
– মিল্টন

শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল। 
– টিপু সুলতান

যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে সর্বনিম্ন স্থান থেকে আরম্ভ কর। 
– সাইরাস

যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই।
– উইলিয়াম ল্যাংলয়েড

যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। 
– জন এন্ডারসন

সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর নয়, আর কালো মানেই কিন্তু কুৎসিত নয়। কাফনের কাপড় সাদা কিন্তু ভয়ানক। কাবা ঘর কালো কিন্তু অপরূপ। মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়, চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয়। 
– বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

বিশ্বাস রাখুন নিজের প্রতি। নিজের সিধান্তের প্রতি। আপনি যদি বিশ্বাস করে থাকেন যে আপনি আপনার কাজের ক্ষেত্র তৈরি করে নেবেন ব্লগের দ্বারা তবে বিশ্বাস রাখুন নিজের প্রতি। কখনো দমে যাবেন নাহ। প্রয়োজনে ঝুঁকি নিন, তবু কখনো পিছু হাঁটবেন না। দেখবেন একদিন আপনার বিশ্বাসই আপনাকে সঠিক পথের সন্ধান দেবে। 
– স্টিভ জবস

যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত। 
– উইলিয়াম শেক্সপিয়ার

জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। 
– কালাইল

দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। 
– এডওয়ার্ড ইয়ং

সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। 
– ইমার সনসব 

সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য্য। 
– হোয়াটলি 

তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিছু সময় সবলোককে বোকা বানাতে পারো, কিন্তু সবসময় সব লোককে বোকা বানাতে পারো না। 
– আব্রাহাম লিংকন 

নিজেকে কখনই অন্য কারো সাথে তুলনা করবেনা, যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে। 
– বিল গেটস

পরিশ্রম করুন, কঠিন পরিশ্রম। আপনার কাজকে সহজ করতেই আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ একবার পরিশ্রম করে আপনি যদি আপনার কাজকে সঠিক ভাবে বুঝতে ফেলতে সক্ষম হন, তবে পরবর্তী সময়ে আপনাকে কোন  কঠিন পরিশ্রম না করেই এর ফায়দা উঠিয়ে চলতে পাড়বেন। 
– স্টিভ জবস

যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে। 
– হিউ হোয়াইট 

আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
– শেক্সপীয়র

Share:

0 comments:

Post a Comment

Recent

3/recent-posts

Music

3/Music/post-grid

BTemplates.com

3/Photography/post-per-tag
Powered by Blogger.

Facebook

Gold Digger

  Gold Digger She'd never SAY that money mattered... Really all that much to her. But at a DOZEN hearts get shattered... When she finds ...

Search This Blog

Blog Archive

Fashion

3/Fashion/post-per-tag

Beauty

3/Beauty/post-per-tag

Videos

3/Food/recent-videos

Technology

3/Technology/small-col-left

Sports

3/Sports/small-col-right

Fashion

3/Fashion/big-col-right

Business

3/Business/big-col-left

Header Ads

Header ADS

Followers

Nature

3/Nature/post-grid

Comments

3/recent-comments

Subscribe Us